এক দিনের শুটিংয়ে কার্তিকের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে আপনার

Your eyes will roll when you hear Karthik's remuneration for a day's shooting

‘প্যায়ার কা পঞ্চনামা’ সিনেমা দিয়ে শুরু হয় কার্তিক আরিয়ান এর অভিনয়ের জগৎ । ২০১১ সালে সিনেমাটির মুক্তির পর কেটে গিয়েছে প্রায় বারো বছর ।

১ লক্ষ ২৫ হাজার টাকার বিনিময়ে কার্তিক করেছিলেন প্রথম সিনেমার শুটিং । তবে ওপরআলার আশীর্বাদে কার্তিকের ভাগ্যের সম্পূর্ণরূপে পরিবর্তন ঘটেছে ।

আগে পুরো সিনেমা করতে কার্তিক নিতেন লক্ষ টাকা আর এখন প্রতিটি শুটিং করার জন্যে প্রতিদিন মাত্র ২ কোটি টাকা নেন কার্তিক । এক কথায় বলতে গেলে এখন শুধু কার্তিক এরই রমরমা । যদিও এতো টাকা নেবার কারণও দেখিয়েছেন অভিনেতা ।

Your eyes will roll when you hear Karthik's remuneration for a day's shooting

২০২২-এ ‘ভুলভুলাইয়া ২’ এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নাম উঠে আসার পর কার্তিক এখন বলিউড এর অন্যতম নাম । নেটিজনেদের মতে তিনি এখন সুপারস্টার ।

সিনেমাটিতে তার করা  ‘রুহু বাবা’র চরিত্র দর্শকদের মন কেড়ে নিয়েছে । ইদানিং তার পারিশ্রমিক নিয়ে শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে ।

একটি অনুষ্ঠানে তার পারিশ্রমিক এর কথা উঠতেই তিনি জানানা ‘ধামাকা ‘ সিনেমাটি করার জন্যে তিনি নিয়েছিলেন মাত্র ২০ কোটি টাকা ।

Your eyes will roll when you hear Karthik's remuneration for a day's shooting

হটাৎই তার পারিশ্রমিক অত্যাধিক বেড়ে যাওয়ায় কর্ণ জোহরের ‘দোস্তানা ২’ সিনেমায় তাকে নেওয়া হয়নি । তবে এইসব কথায় কানাগুশো করতে একদমই নারাজ কার্তিক ।

কার্তিক সরাসরি বলেন , “আমার জন্যেই প্রযোজকের মুনাফা ১০ গুন্ বেড়ে যাই । তাই এটুকু পারিশ্রমিক তো নিতেই পারি ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *