ছোটবেলার উরফিকে দেখলে আপনিও আঁতকে উঠবেন

you-will-also-be-amazed-to-see-urfi-as-a-child

ছবি: ইনস্টাগ্রাম

এমনিতেই উরফি জাভেদের (Urfi Javed) প্রেমে পড়েননি এমন মানুষের সংখ্যা কম । ইতিমধ্যেই উরফি তার উষ্ণ শরীর দেখিয়ে ভক্তদের পাগল করে তোলেন । কিন্তু ছোটবেলার উরফিকে দেখলে আপনি পুরোপুরি অবাক হতে বাধ্য । চলুন দেখে নেওয়া যাক উরফির কিছু পুচকুবেলার ছবি ।

 বিছানার চাদর ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট হাসিখুশি শিশুটিকে দেখুন । কাজলমাখা চোখ দুটোয় কি কিউট ই না লাগছে উরফিকে । 

বাচ্চাবেলার ছবি দেখে কখনোই ভাবা যাবে না বড়ো হয়ে মেয়েটি সোশ্যাল মিডিয়া তে সবার ক্রাশ হতে পারে । 

ছবিটি ইতিমধ্যেই উরফি নিজের প্রোফাইল থেকে পোস্ট করে লিখেছেন ‘বচপন’ অর্থাৎ শৈশব । 

you-will-also-be-amazed-to-see-urfi-as-a-child
ছবি: ইনস্টাগ্রাম

বর্তমানে তার ফলোয়ার্স সংখ্যা দ্রুত গতিতে বেড়েই চলেছে । খোলা পোশাক পড়া উন্মুক্ত ছবি পোস্ট করা খুবই পছন্দের উফার । তারই সঙ্গে উরফির নাম জড়িয়েছে বিভিন্ন বিতর্কের সঙ্গে । থানাপুলিশ এর সাথেও নাম জড়িয়েছে তার । তারপরেও কাউকে পরোয়া না করে নিজের পছন্দমতো খোলা ড্রেস পড়েন উরফি । 

এই ফেমাস মডেলটি কিভাবে টাকা রোজগার করে জানলে অবাক হবেন । নিজের ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখাটাই পছন্দ করেন এই তারকা । যদিও ছোটবেলাকার পোস্ট দেখে অনেক কিছুই জানা যাচ্ছে তাদের সম্পর্কে । 

শোনা যায়, লখনউয়ের একটি ছোট্ট গ্রাম থেকে শুরু হয় উরফির জীবনযাত্রা । মেয়ে হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে । বাবার কাছে সবসময় শিকার হয়েছেন গঞ্জনার । তার মা ও এর থেকে বাদ যাননি । মায়ের ওপর চলতো ভীষণ অত্যাচার । উরফি সেটা লুকিয়ে দেখতো আর ঘর ছাড়ার কথা সবসময় ভাবতো ।

তাই তাকে রোজগার করার জন্যে বেরিয়ে পড়তে হয় । মা আর বোনকে নিয়ে পালিয়ে এসে আলাদাভাবে থাকতে শুরু করেন । বোনের সমস্ত দায়িত্ব নিজের হাতেই তুলে নেন তিনি ।

you-will-also-be-amazed-to-see-urfi-as-a-child
ছবি: ইনস্টাগ্রাম

বর্তমানে তার একমাত্র শখ নিত্য নতুন পোশাক পরে ফটো তুলে ভাইরাল করা ।

সোশ্যাল মিডিয়াতে এক জনপ্রিয় নাম উরফি ।  বিভিন্ন টিভি চ্যানেলের ধারাবাহিকে দেখা গেছে তাকে । হটাৎই ছোটবেলার ছবি পোস্ট করে অনেক পুরোনো স্মৃতি ফিরিয়ে নিয়ে আসেন ওরফে । 

যাই হোক , এভাবেই এগিয়ে যাক উরফি । আমরা সবাই তার পাশে আছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *