বুকের ভাঁজ থেকে কোমরের খাঁজ দেখিয়ে ভাইরাল জাহ্নবী

Viral Janhvi showing waistline from chest folds

Viral Janhvi showing waistline from chest folds

 শ্রীদেবী-কন্যার শরীর দেখে প্রেমে পড়েননি এমন খুব কম মানুষই দেখা যায় । ছবিতে দেখা যাচ্ছে এক অপূর্ব স্টাইল এ কোমর ভাঁজ করে  জাহ্নবী কপূর পোজ দিচ্ছেন ।

সোনালী পাড়ের সাদা শাড়ি দেখে যে কোনো অনুরাগীই উত্তেজিত হতে বাধ্য । তার শরীরের গ্ল্যামার দেখে ইতিমধ্যেই তার ফলোয়ার্স হু হু করে বেড়েই চলেছে । ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সবার সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী ।

অভিনেত্রীর কমেন্ট ভড়ে গেছে দর্শকদের পাঠানো ইমোজিতে । অন্যদিকে তার চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়া ভালোবেসে লিখেছেন , “আমি আর পারছিনা নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে ।”

অপরদিকে তার প্রিয় বন্ধু ওরহান লেখেন, “তোমার রূপ দেখে আমি আবার প্রেমে পরে গেলাম ।” আবার এদিকে গুঞ্জনও শোনা যাচ্ছে উদ্যোগপতি ওরহান অবত্রমণির সঙ্গে অন্যরকম সম্পর্ক হয়েছে । কিন্তু কিছুদিন আগেই জাহ্নবী জানান যে তারা শুধু বন্ধু, এর থেকে বেশি সম্পর্ক নেই ওদের ।

Viral Janhvi showing waistline from chest folds

এভাবে ভুলবশতই একাধিক প্রেমে জড়িয়ে পরে জাহ্নবী কপূর । শোনা যায় বিদেশেও প্রতিবার ঘুরতে গেলে নতুন নতুন বন্ধুর সাথে তাকে ঘুরতে দেখা যায় ।

কিন্তু ‘ধড়ক’ সিনেমার পর থেকেই  ঈশান খট্টর এবং জাহ্নবীর গভীর সম্পর্ক গড়ে ওঠে । এটাও গুঞ্জন শোনা  যাচ্ছে ‘শিখর’ এর সাথে আবারো ভবিষ্যতে সম্কর্কে জড়াতে পারেন । এটা দেখার জন্য আমার সময় এর ওপর চেয়ে দেওয়াটাই শ্রেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *