দ্বিতীয়বার যমজ সন্তানের মা হতে চলেছেন টলি জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক, ভাইরাল বেবি মাম্মার মিষ্টি হাসির ছবি

বিজ্ঞানী ভিনটন জি কার্ফকে ইন্টারনেটের জনক বা আবিষ্কারক বলা হয়। ইন্টারনেট আবিষ্কারের পর এটির সবথেকে যুগান্তকারী অবদান হল সোশ্যাল মিডিয়া। এই আধুনিক যুগে ঘরে বসে বিনোদনের মূলমন্ত্র হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া।

তারকারা যে সবসময় টাইমলাইন জুড়ে থাকতে বেশ পছন্দ করেন, তা ভালো ভাবেই বোঝা যায়। সেটা টেলিভিশন জগতের হোক কিংবা বলিউড, টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। তাই তো মাঝে মধ্যেই নেট দুনিয়ায় উঠে আসে তাদের সমস্ত ভিডিও,ছবি,যা অনায়াসে দর্শকদের মন কেড়ে নেয়।তারা সেগুলো বেশ ভালোই উপভোগ করেন।
নিজের একনিষ্ঠ চেষ্টায় টলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন রঞ্জিত মল্লিক কন্যা কোয়েল মল্লিক। বর্তমানে যেখানে টলিউড নেপোটিজমের বিতর্কে উত্তাল সেখানেই নেপোটিজমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শুধুমাত্র নিজের যোগ্যতায় নামী অভিনেত্রী হয়ে উঠেছেন কোয়েল মল্লিক।
তবে বর্তমানে তিনি সুপারহিট নায়িকা হলেও একটা সময় নিজের মেয়ের উপর আস্থা রাখতে পারেননি রঞ্জিত মল্লিক। মেয়ে কি আদৌ ভালো অভিনয় করতে পারবে! ছবি ফ্লপ হলে কী হবে এইসব চিন্তা করেই ভয় পেয়েছিলেন তিনি। আর তাই কোনরকম আলাদা সাহায্য না করে একজন আনকোরা অভিনেত্রী হিসেবেই কেরিয়ার শুরু করতে হয়েছিল অভিনেত্রী কোয়েলকে।

মেয়ে সাফল্য যদি না পায় সেই ভয়েই রঞ্জিত মল্লিক বারবার অভিনয় জগত থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন মেয়েকে। কিন্তু কোয়েলেরও অদম্য জেদ ছিল সে অভিনয় করবেই। একটা সময় বাবাকে সরাসরি অভিনেত্রী প্রশ্ন করেছিল ‘যেখানে তুমি সবার ছেলেমেয়েদের সাহায্য করো, সেখানে তুমি আমাকে ছবি করতে বারণ করছ কেন?’ তবে পরবর্তীকালে মেয়ে বাবার ভয় কাটিয়ে দিয়েছিল।

টলিউডকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। এমনকি অভিনয় শুরুর দুদিনের মধ্যেই রঞ্জিত মল্লিককে আশ্বস্ত করে পরিচালক হরনাথ চক্রবর্তী বলেছিলেন, ‘তুমি ভয় পেয়ো না দাদা। আমি দেখে নিয়েছি। ও ঠিক পারবে’। বর্তমানে কোয়েল টলিউডের একজন সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী। তাই বাবা হিসাবে গর্ব হয় বৈকি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রঞ্জিত মল্লিক জানান, ‘কোয়েলের ছবি করা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না। ভয় ছিল। মনে হতো ছবি সাফল্য না পেলে ওর মনের ওপর চাপ সৃষ্টি হবে। তাছাড়া প্রযোজকেরও বড় অঙ্কের টাকার ক্ষতি হবে।’ তাই হরকে বলেছিলাম ‘হর শুটিংয়ের দু একদিন দেখবি, তারপর বাদ দিয়ে নতুন নায়িকা নিয়ে নিবি।’ তবে আজ তিনি খুবই খুশি কোয়েলকে নিয়ে। কোয়েল যে নিজের কেরিয়ারে যথেষ্ট নিষ্ঠাবান এবং নিজের বেস্ট পারফরমেন্স দিতে পারে সেটা সত্যিই গর্বের রঞ্জিত মল্লিকের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *