বছরের শুরুতেই দর্শককে চমকে রঞ্জিত মল্লিক ফিরছেন এই দুস্টু ওয়েব সিরিজে

tollywood-actor-ranjit-mallick-coming-on-new-web-series

tollywood-actor-ranjit-mallick-coming-on-new-web-series

ছোট পর্দার পাশাপাশি অনেক ওয়েব সিরিজেই দেখা মিলছে নামি দামি অভিনেতা অভিনেত্রীদের । টলিপাড়ায় গুঞ্জন চলছে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম চরিত্র রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) এর ওয়েব সিরিজ এ আসা নিয়ে । অনেকদিন আগেই অভিনয় থেকে বিদায় নিয়েছেন তিনি । আর তার এই হটাৎ ওয়েব সিরিজে ফিরে আসা নিয়ে দর্শকদের মনে কৌতুহলের শেষ নেই ।

সোশ্যাল মিডিয়াতে হু হু করে বেড়ে চলেছে তার ফলোয়ার্স । তার অভিনয় জয় করেছে বাংলার প্রতিটা মানুষের মন । সিনেমা প্রেমীদের উপহার দিয়েছেন কখনো বাবার চরিত্রে, ডাক্তার এর চরিত্রে আবার কখনো স্কুল মাস্টার এর অভিনয়ে । এবার তার দেখা মিলতে পারে এই দুস্টু ওয়েব সিরিজে । 

tollywood-actor-ranjit-mallick-coming-on-new-web-series

শোনা যাচ্ছে হরনাথ চক্রবর্তী পরিচালিত ও সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘ঘোষ বাবুর রিট্যায়ারমেন্ট প্ল্যান’ ওয়েব সিরিজে দেখা যাবে রঞ্জিত মল্লিককে। সিরিজের শ্তটিংও শুরু হয়ে গিয়েছে ১২ জানুয়ারি থেকে। এই প্রথম ওয়েব সিরিজ করতে চলেছেন তিনি । অসুস্থতার জন্যে অভিনেত্রী অঞ্জনা বসু এর বিপরীতে খোঁজ চলছে নতুন এক অভিনেত্রীর । 

অপরাজিতা আঢ্যর সাথে শেষবারের মতো ‘লভ ম্যারেজ’ ছবিতে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক । এরপরই চটজলদি এই নতুন ওয়েব সিরিজে তার প্রবেশ । বহুদিন পর ফেরায় দর্শকদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে এই ওয়েব সিরিজটি । তবে এটাই প্রথম নয় ।

রঞ্জিত মল্লিক ও হরনাথের জুটি এর আগেও দর্শকদের উপহার দিয়েছে একাধিক ছবির । যার মধ্যে রণক্ষেত্র, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, সাথী, সঙ্গী, নাটের গুরু উল্লেখ যোগ্য । এই দুই জুটি মিলে এবারেও যে দারুন ওয়েব সিরিজের উপহার দেবে তা বলাই বাহুল্য । শোনা যাচ্ছে রঞ্জিত মল্লিক এর মেয়ে কোয়েল মল্লিক ও থাকতে পারেন এই সিরিজটিতে । এখন সেটাই দেখার বিষয় নতুন ওয়েব সিরিজটিতে কোন চমক নিয়ে আসেন রঞ্জিত মল্লিক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *