পাঠান এর টিকিট চাইতেই বিপদে পড়লো শাহরুখ প্রেমিকা । কারণ জানলে অবাক হবেন ।

Shah Rukh's fan is in danger after asking for the ticket of Pathan
পাঠান মুক্তি পাচ্ছে সামনের ২৫ জানুয়ারি । তার আগে থেকেই ভক্তরা টিকিট বুকিং শুরু করে দিয়েছে অনলাইনে ।
সিনেমাটির মুক্তির আগেই দর্শকদের সাথে কথা বার্তা সেরে ফেলতে চান শাহরুখ খান । আপনারা জানলে খুশি হবেন ‘আস্ক এসআরকে’ অনুষ্ঠানে শাহরুখকে যে কোনো রকম প্রশ্ন করা যায় মাত্র পনেরো মিনিটের জন্যে । এরই সুযোগ নিলেন শাহরুখ প্রেমিকা ।
‘পাঠান’ এর দুটো টিকিট পাওয়া যাবে ? আমি আর আমার বয়ফ্রেইন্ড দেখতে যাবো – এইভাবে প্রশ্ন করে বসলেন ভক্তটি । নায়কের জবাব শুনে আপনিও অবাক হতে বাধ্য ।
আপনারা জানেন শাহরুখ প্রতিটা মুহূর্তের জন্য তৈরী থাকেন । তাই এবারেও তার অন্যথা হয়নি । অপছন্দের প্রশ্নও মজা করে দিতে ভালোবাসেন ‘বাদশা’।
এতে মজা করে শাহরুখের উত্তর , “টিকিট পাবার আর দরকার নেই । আমি নিজেই চলে যাচ্ছি । বয়ফ্রেইন্ড কে ছেড়ে আমার সাথেই দেখতে চলো !”
শাহরুখের এই রসিকতায় গোটা নেটদুনিয়া মজা নিতে ব্যস্ত ।
এর আগেও অনুগামীদের প্রশ্নে এরকম মজার উত্তর দিতে দেখা গেছে শাহরুখ খানকে । এই নিয়েই শুরু হয়ে গিয়েছে বিতর্ক । অনেক সমালোচক জিজ্ঞেস করে বসেন, “কত টাকা নিয়েছেন পাঠান ছবিটি করতে ?”
দেরি না করে শাহরুখের জবাব, “কেন বলুন তো? আপনার পরের ছবিতে আমাকে নেওয়ার কথা ভাবছেন ?”
পাঠান ছাড়াও এ বছরে আরও দুটি সিনেমা নিয়ে ফিরছেন শাহরুখ । সিনেমাদুটি হলো ‘ডাঙ্কি’ এবং ‘জওয়ান’ । তবুও পাঠান ছবিটি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই । এখন এটাই দেখার বক্স অফিসে সিনেমাটি কতটা ভাইরাল হয় ।