পাঠান এর টিকিট চাইতেই বিপদে পড়লো শাহরুখ প্রেমিকা । কারণ জানলে অবাক হবেন ।

Shah Rukh's fan is in danger after asking for the ticket of Pathan

Shah Rukh's fan is in danger after asking for the ticket of Pathan

পাঠান মুক্তি পাচ্ছে সামনের ২৫ জানুয়ারি । তার আগে থেকেই ভক্তরা টিকিট বুকিং শুরু করে দিয়েছে অনলাইনে ।  

সিনেমাটির মুক্তির আগেই দর্শকদের সাথে কথা বার্তা সেরে ফেলতে চান শাহরুখ খান । আপনারা জানলে খুশি হবেন ‘আস্ক এসআরকে’ অনুষ্ঠানে শাহরুখকে যে কোনো রকম প্রশ্ন করা যায় মাত্র পনেরো মিনিটের জন্যে । এরই সুযোগ নিলেন শাহরুখ প্রেমিকা । 

Shah Rukh's fan is in danger after asking for the ticket of Pathan

‘পাঠান’ এর দুটো টিকিট পাওয়া যাবে ? আমি আর আমার বয়ফ্রেইন্ড দেখতে যাবো – এইভাবে প্রশ্ন করে বসলেন ভক্তটি । নায়কের জবাব শুনে আপনিও অবাক হতে বাধ্য । 

আপনারা জানেন শাহরুখ প্রতিটা মুহূর্তের জন্য তৈরী থাকেন । তাই এবারেও তার অন্যথা হয়নি । অপছন্দের প্রশ্নও মজা করে দিতে ভালোবাসেন ‘বাদশা’। 

এতে মজা করে শাহরুখের উত্তর , “টিকিট পাবার আর দরকার নেই । আমি নিজেই চলে যাচ্ছি । বয়ফ্রেইন্ড কে ছেড়ে আমার সাথেই দেখতে চলো !” 

শাহরুখের এই রসিকতায় গোটা নেটদুনিয়া মজা নিতে ব্যস্ত । 

Shah Rukh's fan is in danger after asking for the ticket of Pathan

এর আগেও অনুগামীদের প্রশ্নে এরকম মজার উত্তর দিতে দেখা গেছে শাহরুখ খানকে । এই নিয়েই শুরু হয়ে গিয়েছে বিতর্ক । অনেক সমালোচক জিজ্ঞেস করে বসেন, “কত টাকা নিয়েছেন পাঠান ছবিটি করতে ?”

দেরি না করে শাহরুখের জবাব, “কেন বলুন তো? আপনার পরের ছবিতে আমাকে নেওয়ার কথা ভাবছেন ?”

পাঠান ছাড়াও এ বছরে আরও দুটি সিনেমা নিয়ে ফিরছেন শাহরুখ । সিনেমাদুটি হলো ‘ডাঙ্কি’ এবং ‘জওয়ান’ । তবুও পাঠান ছবিটি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই । এখন এটাই দেখার বক্স অফিসে সিনেমাটি কতটা ভাইরাল হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *