সুশান্তের মতোই পাওয়া গেলো তার প্রিয় কুকুরটির রক্তাক্ত মৃতদেহ | খুন নাকি ষড়যন্ত্র ?

the bloody corpse of his beloved dog was found Murder or conspiracy
তিন বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন সুজন সিং রাজপুত। আর এবার চলে গেলেন তার একমাত্র প্রিয় পোষ্য ৫। মঙ্গলবার সুশান্তের দিদি সোশ্যাল মিডিয়া পোস্ট করে মৃত্যুর খবরটি সবার সামনে আনেন। খবর অনুযায়ী অভিনেতা সুশান্তের মৃত্যুর পরই তার পোষ্য কুকুরটি সব সময় মনমরা হয়ে থাকত।
সোশ্যাল মিডিয়াতে শোরগোল ফেলে দিয়েছে তার এই মৃত্যু। অনেকে বলছে, “ফাজ তিন বছর পর তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে পারবে।” অভিনেতার দিদি, প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “অবশেষে তোমার বন্ধুর সঙ্গে স্বর্গে দেখা হবে তোমার, খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব তোমার কাছে। ততদিন অপেক্ষা কর।”
এদিকে সুশান্তের মৃত্যু নিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কুপার হাসপাতালের এক মর্গকর্মী দাবি করেন সুশান্ত কে খুন করা হয়েছে। এই নিয়েই দর্শকদের মনে নতুন বিতর্কের দানা বেঁধেছে। সুশান্তের ফ্যানেরা কমেন্ট বক্স ভরিয়ে সমবেদনা জানাচ্ছে মৃত কুকুরটির প্রতি।
ফাজের এইভাবে চলে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারছেন না। কুকুরটির রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে অনেকেই মনে করছেন তাকেও খুন করা হয়েছে। অনেক দর্শক তো প্রশ্নও করে বসেছেন, সুশান্তের মৃত্যুর সঙ্গে ফাজের মৃত্যু কোন সম্পর্ক নেই তো ? ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে। এখন এটাই দেখার নতুন কি তথ্য বেরিয়ে আসে।