ঐন্দ্রিলার মতনই তার মা ও আমাদের ছেড়ে চলে গেলেন ?

Like Aindrila, his mother left us
বছরের শেষেই আমাদের ছেড়ে চলে যান সবার প্রিয় ঐন্দ্রিলা । এরই মধ্যে তার পরিবারে নেমে আসলো কালো ছায়া । ঐন্দ্রিলার মৃত্যুর কিছুদিন পরেই তার মা শিক্ষা দেবীও ব্লাড ক্যানসারে ধরা পড়েন ।
তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । অস্ত্রোপচার এর দিন ঠিক করা হয়েছিল ৩০ ডিসেম্বরই । তবে মানসিক ভাবে তার মা প্রস্তুত ছিলেন না ।
এরই মধ্যে ১৩ জানুয়ারি হয় তার মায়ের প্রথম অপারেশন । ঐন্দ্রিলা কথা দিয়েছিলো মায়ের কষ্টের মুহূর্তে সারাটাজীবন পাশে থাকবেন । কিন্তু সেটা আর হয়তো সম্ভব হলো না । এদিকে ক্রমশ তার মায়ের অবস্থা খারাপের দিকে এগোচ্ছে ।
কোনো কিছুই খেতে চাইছেন না তার মা । শিখা দেবী বলছেন, “ভীষণ কষ্টের মধ্যে আছি । সারাটাদিন মেয়ের কথা ভেবেই কেটে যাচ্ছে । “অস্ত্রোপচার” এর পর শরীরটা খুবই খারাপ লাগছে , কতদিন বাঁচবো জানিনা ।” ডাক্তাররা ভীষণভাবে চেষ্টা করছেন তার মাকে সরিয়ে তুলতে ।
এদিকে সব্যসাচীও আবার কাজের দিকে মন দিয়েছেন । প্রায় প্রত্যেকদিনই তার মায়ের খোঁজখবর নিতে ছুটছেন সব্যসাচী ।
শিখা দেবী আরও বলছেন, “২৬ জানুয়ারি তার কাটা হবে সেলাই এবং তারপরেই কেমোথেরাপি এর জন্য প্রস্তুত হতে হবে তাকে। মিষ্টি (ঐন্দ্রিলার ডাকনাম) যদি থাকতো খুব ভালো হতো ।” নেটিজনেরা সবাই তার মায়ের জন্যে প্রার্থনা করছেন যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ।